তুমি কি নবীজি ﷺ-কে স্বপ্নে দেখতে চাও? তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে... একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলেছিলেন। আমি তাঁকে জীবনে মাত্র একবারই দেখেছিলাম, কিন্তু তাঁর এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল। আমি একদিন বিদেশের এক মাসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। মাসজিদটি প্রায় খালি ছিলো, শুধু আমি আর এক তাজিক (তাজিকিস্তানের) লোক ছিলাম। লোকটির চেহারা ছিল সাধারণ, কিন্তু তাঁর মুখে এক ধরনের অদ্ভুত নূর (আলোকোজ্জ্বলতা) ছিলো। আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম। নামাজ শেষে লোকটি ভাঙ্গা আরবিতে বললেন: "তোমাকে একটা উপদেশ দিবো, এটি পালন করো।" আমি বললাম, "বলুন।" তিনি বললেন: "তুমি প্রতিদিন এক হাজারবার নাবী ﷺ-র প্রতি দুরূদ পাঠ করো। এটি পাঁচ ওয়াক্ত নামাজে ভাগ করে নিতে পারো। তুমি অবাক হবে যে কীভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে।" তিনি আরও বললেন: "দেখো, তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না, কোনো ঋণ তোমাকে কষ্ট দেবে না, আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে। নবীজি ﷺ তোমাকে কিয়ামাতের দিনে চিনে ফেলবেন। কারণ, তোমার দুরূদ তাঁর কাছে পৌঁছাবে।" চলে যাওয়ার আগে তিনি হেসে বললেন: "তুমি তাঁকে স্বপ্নে দেখবে, 'কখনো তোমাকে শান্তনা দিতে, আবার কখনো সতর্ক করতে'।" আর সবচেয়ে সুন্দর কথা হলো, আল্লাহ তাআলা যখন মু'মিনদেরকে নাবীর প্রতি দুরূদ পাঠানোর নির্দেশ দিয়েছেন, তার আগেই তিনি নিজে দুরূদ পাঠিয়েছেন: "নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নাবী (সা.)-এর প্রতি দুরূদ পাঠান। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি দুরূদ ও সালাম পাঠাও।" [সূরা আল-আহযাব, আয়াত-৫৬] আমি সত্যিই সেই উপদেশ মানতে শুরু করলাম। প্রথম তিন বছর কিছুই দেখিনি। তবে আমার জীবন বদলে গেলো, সব কাজ সহজ হয়ে গেলো, আল্লাহর রহমাত ও নিরাপত্তা পেয়ে গেলাম। এরপর ধীরে ধীরে নবীজি ﷺ-কে স্বপ্নে দেখতে শুরু করলাম। প্রতিটি স্বপ্নে ছিলো বিশেষ বার্তা, 'হয়তো কোনো গুনাহ থেকে সাবধান করা অথবা কোনো ভালো খবর দেয়া'। আল্লাহর কসম: আমি যাকে-ই এই উপদেশ দিয়েছি, সবাই-ই নবীজি ﷺ-কে স্বপ্নে দেখেছেন। কখনো সুসংবাদ নিয়ে, কখনো সতর্কবার্তা নিয়ে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি: যেকেউ প্রতিদিন ১০০০ বার দুরূদ শরীফ পড়বে, সে নিশ্চয়ই নবীজি ﷺ-কে স্বপ্নে দেখবে। —শাইখ আহমাদ যায়দান (হাফিজাহুল্লাহ),মিশর। —ভাষান্তর : ইয়াছিন আরাফাত, আল-আযহার ইউনিভার্সিটি,কায়রো ©️ [Collected]
Digital Mastery Hub
Marketing Services
Cumilla, Chittagong ১০৩ ফলোয়ার
Mastering Your Digital Presence, One Click at a Time.
আমাদের সম্পর্কে
🚀 Welcome to Digital Mastery Hub! 🚀 Established in 2024, Digital Mastery Hub is your premier partner for comprehensive digital marketing solutions. Our suite of services includes: 🔍 Digital Marketing: Tailored strategies to elevate your brand's online presence. 📊 Lead Generation Data Entry: Precision-driven data services to identify high-potential prospects. 📱 Social Media Marketing: Engaging campaigns to foster brand loyalty and drive growth. 🔝 SEO: Cutting-edge techniques to boost your website's visibility and organic traffic. 💡 Advertising: Impactful strategies for maximum ROI across digital channels. ✍️ Content Writing: Compelling content to captivate your audience and establish authority. At Digital Mastery Hub, we're dedicated to delivering measurable results and empowering your brand for success in the digital age. Let's transform your online presence together!
- ওয়েবসাইট
-
www.bttccoin.com
এর জন্য বহিঃসংযোগ Digital Mastery Hub
- ইন্ডাস্ট্রি
- Marketing Services
- কোম্পানির আকার
- 2-10 কর্মচারী
- সদর দপ্তর
- Cumilla, Chittagong
- ধরণ
- Privately Held
- প্রতিষ্ঠিত
- 2024
- বিশেষত্ব
অবস্থান
-
প্রাথমিক
দিকনির্দেশনা পান
Cumilla, Chittagong 3500, BD
এ কর্মচারী Digital Mastery Hub
আপডেট
-
জরুরী সতর্কতা: আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি। ১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো: i) কাশি নেই। ii) জ্বর নেই। বেশিরভাগ উপসর্গ হলো— iii) অস্থিসন্ধিতে ব্যথা। iv) মাথাব্যথা। v) গলাব্যথা। vi) পিঠে ব্যথা। vii) নিউমোনিয়া। viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া। ২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি। ৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে। ৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। ৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে। এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে। ৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে। এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ। সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে। ✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন। ✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না। ✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন। [Collected]
-
-
Eid Mubarak.
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْد Allahu Akbar Allahu Akbar, La Ilaha Ilallah. Wallahu Akbar Allahu Akbar Wa Lillahil Hamd. Allah is the greatest, Allah is the greatest. There is no deity (no god) besides Allah and Allah is the greatest. Allah is the greatest and to Allah all praises belong. আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই (কোন উপাস্য নেই) এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত প্রশংসা আল্লাহরই। -ঈদ-মোবারক / Eid-Mubarak 💐💐💐 {Collected}